বগুড়া জেলার অন্তর্গত একটি উপজেলা আদমদীঘি। এই উপজেলার পূর্বে কাহালু ও নন্দীগ্রাম উপজেলা, পশ্চিমে নওগাঁ সদর উপজেলা এবং উত্তরে আক্কেলপুর ও দুপচাঁচিয়া উপজেলা, দক্ষিণে রানীনগর উপজেলা। মুক্তিযুদ্ধের স্মৃতিস্বরূপ এই উপজেলায় রয়েছে একটি স্মৃতিস্তম্ভ, তাছাড়াও আছে কিছু প্রাচীন নিদর্শনাদি। আদমদীঘি আইপিজে উচ্চ বিদ্যালয়, সান্তাহার বিপি উচ্চ বিদ্যালয়, সান্তাহার কলেজসহ রয়েছে বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠান।