বাঙালি রাজনীতিবিদ এবং বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাঙালি কূটনীতিক হিসেবে বেশ পরিচিত শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হকের নামানুসারে এই এলাকার নামকরণ করা হয়। উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা প্রতিষ্ঠানের জন্য এই স্থানটি গুরুত্বপূর্ণ। আগারগাঁও এলাকাটি এই থানার অন্তরভুক্ত। এর পূর্বে কাফরুল ও তেজগাঁও থানা, পশ্চিমে ধানমন্ডি, মোহাম্মদপুর ও আদাবর থানা, উত্তরে মিরপুর মডেল ও দারুস সালাম থানা, দক্ষিণে কলাবাগান থানা। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, তেজগাঁও কলেজ, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় হূদরোগ ইনস্টিটিউট, ঢাকা শিশু হাসপাতাল সহ রয়েছে বেশ কিছু নামিদামী প্রতিষ্ঠান। এই এলাকায় বাসা ভাড়া তুলনামূলক একটু বেশি। দুই রুমের বাসা ভাড়ার জন্য খরচ করতে হয় ১৩ থেকে ১৮ হাজার টাকা।