শাহবাগ এলাকাটি পুরান ঢাকা ও নতুন ঢাকার মধ্যকার সীমানায় অবস্থিত। এই এলাকার উৎপত্তি হয় ১৭শ শতকে মোগল শাসনামলে, যখন পুরান ঢাকা ছিলো সুবাহ বাংলার রাজধানী এবং মসলিন বাণিজ্যের কেন্দ্র। এই থানার উত্তরে রমনা থানা, দক্ষিণে চকবাজার ও বংশাল থানা, পূর্বে পল্টন থানা, পশ্চিমে কলাবাগান, নিউমার্কেট ও লালবাগ থানা। শাহবাগে গণকবর, ভাস্কর্য, শহীদ মিনার, স্মৃতিস্তম্ভ, স্মৃতি সংগ্রহশালা সহ রয়েছে বেশ কিছু মুক্তিযুদ্ধের নিদর্শন। ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ নামিদামী শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থান এই অঞ্চলে। ঢাকার এক মহা গুরুত্বপূর্ণ স্থান যেন শাহবাগ। শিক্ষা, চিকিৎসা, উন্নত যোগাযোগ ব্যবস্থা সবকিছুই হাতের নাগালে। শাহবাগে ফ্যামিলি বাসার তুলনায় ব্যাচেলর বাসা ভাড়া পাওয়া যায় বেশি।