কাজী ফুরি, তুরাগ সিটি এমন কিছু এলাকা নিয়ে গঠিত শাহ আলী। এই থানার উত্তরে পল্লবী থানা, দক্ষিণে মিরপুর মডেল ও দারুস সালাম থানা, পূর্বে পল্লবী ও মিরপুর মডেল থানা, পশ্চিমে সাভার উপজেলা। শাহ আলীতে বাংলাদেশ ব্যবসা ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহ আলী মহিলা কলেজ, মনিপুর হাইস্কুল এন্ড কলেজ, ঢাকা কমার্স কলেজ, বিসিআইসি কলেজসহ রয়েছে বেশ কিছু ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান।