আহাম্মেদবাগ, বাসাবো, বেগুনবাড়ি এরকম ছোটবড় এলাকা নিয়ে গঠিত সবুজবাগ থানা। এই থানার উত্তরে খিলগাঁও থানা, দক্ষিণে যাত্রাবাড়ী থানা, পূর্বে ডেমরা ও যাত্রাবাড়ী থানা, পশ্চিমে মতিঝিল ও সূত্রাপুর থানা। আহাম্মেদবাগ, বেগুনবাড়ি এলাকায় তুলনামূলক বাসা ভাড়া কম। বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়াম এই এলাকায় অবস্থিত। সবুজবাগের কিছু এলাকা গুছানো এবং সুন্দর আবার কিছু এলাকা বসবাসের জন্য তেমন উপযোগী নয়। এই এলাকাগুলোতে দশ থেকে বারো হাজার টাকায় দুই রুমের বাসা ভাড়া পাওয়া যায়। বাসাবো’তে বাসা ভাড়া বেশি।