রাজধানী ঢাকার একটি থানা পল্টন। শান্তিনগর, নয়া পল্টন, পুরাতন পল্টন ইত্যাদি এলাকা নিয়ে গঠিত থানাটি। পল্টন থানার উত্তর ও পূর্বে মতিঝিল থানা, দক্ষিণে সূত্রাপুর থানা ও বংশাল থানা এবং পশ্চিমে শাহবাগ থানা ও রমনা থানা। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য ঢাকা সিটি ইন্টারন্যাশনাল কলেজ, টিএন্ডটি কলেজ, পুরানা পল্টন মহিলা ডিগ্রি কলেজসহ আরও সরকারি-বেসরকারি বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। বাংলাদেশের বৃহত্তম অটোমোবাইল বাজার ও কিছু সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় এখানে অবস্থিত। আবাসিক এলাকা হিসেবে গুছানো পল্টনে বাসা ভাড়া সাধ্যের মধ্যে যেমন রয়েছে তেমনই কিছু আছে সাধারণের সাধ্যের বাইরে। সাধারণত দশ হাজার থেকে পনেরো হাজার টাকার মধ্যে দুই রুমের বাসা ভাড়া পাওয়া যায়।