ঢাকা জেলার গুরুত্বপূর্ণ একটি থানা পল্লবী। আগুন্ডার মতো কিছু ছোট-বড় এলাকা নিয়ে গঠিত পল্লবী থানা। এর পূর্বে বিমানবন্দর, ক্যান্টনমেন্ট ও কাফরুল থানা, পশ্চিমে সাভার উপজেলা এবং উত্তরে তুরাগ ও উত্তরা থানা, দক্ষিণে মিরপুর ও শাহ আলী থানা। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সামরিক বাহিনী কমান্ড ও বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস্, মিলিটারি ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলোজি, স্টাফ কলেজ, শহীদ জিয়া স্মৃতি মহিলা মহাবিদ্যালয়, পল্লবী মডেল স্কুল এন্ড কলেজসহ রয়েছে বেশ কিছু উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান। বসবাসের জন্য উপযোগী পল্লবী এলাকায় দুই রুমের বাসা ভাড়া সাত হাজার থেকে দশ হাজার টাকার মতো।