ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার একটি থানা মুগদা। মুগদা থানা কিছু ছোট ছোট এলাকা নিয়ে গঠিত, এর মাঝে উল্লেখযোগ্য মান্ডা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের আওতাভুক্ত মুগদা থানার পশ্চিমে মতিঝিল থানা, পূর্বে সবুজবাগ থানা, উত্তরে খিলগাঁও থানা এবং দক্ষিণে যাত্রাবাড়ী থানা রয়েছে। এই এলাকায় একটি সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল সহ রয়েছে বেশকিছু প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনিষ্টিক সেন্টার। মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের শাখাসহ মুগদায় রয়েছে বেশকিছু উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান। মুগদা এলাকায় আট হাজার থেকে বারো হাজার টাকার মধ্যে দুই রুমের ফ্যামিলি বাসা ভাড়া পাওয়া যায়।