মোহাম্মদপুর, রাজধানী ঢাকার একটি প্রশাসনিক এলাকার নাম। দ্রুত নগরায়ন এবং উন্নত চিকিৎসা সেবা ও যোগাযোগ ব্যবস্থার কারণে মোহাম্মদপুরের জনসংখ্যা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত মোহাম্মদপুরের পূর্বে শেরে বাংলা নগর থানা ও সাভার উপজেলা, পশ্চিমে কেরানীগঞ্জ উপজেলা, উত্তরে আদাবর থানা, দক্ষিণে ধানমণ্ডি থানা ও হাজারীভাগ থানা। মনে করা হয়, একবার যারা মোহাম্মদপুরে বসবাস শুরু করেছেন, তারা মোহাম্মদপুরকে ছেড়ে থাকতে পারেন না। রাজনৈতিক, অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক কারণে বসবাসের জন্য মোহাম্মদপুরকে সেরা মনে করা হয়। কথিত আছে, মোহাম্মদপুরের বাসিন্দাদের মধ্যে রয়েছে বেশ আন্তরিকতা ও হৃদ্যতা। মোহাম্মদপুরের কিছু কিছু এলাকায় আট থেকে বারো হাজার টাকার মধ্যে দুই রুমের বাসা পাওয়া যায়। এলাকাভেদে কিছু এলাকায় আরেকটু বেশি ভাড়া গুণতে হয়।