নামাপাড়া, নিকুঞ্জ-১, নিকুঞ্জ-২ ইত্যাদি এলাকা নিয়ে গঠিত খিলক্ষেত থানা। খিলক্ষেত থানার পূর্বে রূপগঞ্জ উপজেলা, পশ্চিমে ক্যান্টনমেন্ট ও বিমানবন্দর থানা এবং উত্তরে দক্ষিণখান থানা, উত্তরখান থানা, দক্ষিণে বাড্ডা থানা। উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং আধুনিক এলাকা হিসেবে খিলক্ষেত এলাকা বসবাসের জন্য বেশ চাহিদাসম্পন্ন। অন্যান্য এলাকার তুলনায় নিকুঞ্জ-১ ও নিকুঞ্জ-২ এলাকার বাসা ভাড়াও একটু বেশি। যদিও এই এলাকাগুলোতে ব্যাচেলর বাসা ভাড়া বেশি পাওয়া যায় তবে রয়েছে বেশ কিছু ফ্যামিলি বাসাও। নিকুঞ্জ-২ এলাকায় দুই রুমের বাসা ১৪ হাজার থেকে ১৮ হাজার টাকা বা তারও বেশি হতে পারে।