হাসান নগর, হুজুরপাড়া, করিমবাগ, সুলতানগঞ্জ ইত্যাদি এলাকা নিয়ে গঠিত কামরাঙ্গীচর থানা। এ থানার উত্তরে হাজারীবাগ ও লালবাগ থানা, পূর্বে লালবাগ ও চকবাজার থানা, দক্ষিণ ও পশ্চিমে কেরানীগঞ্জ উপজেলা। হাজী আব্দুল আওয়াল কলেজ, কামরাঙ্গীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ রয়েছে বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠান। কামরাঙ্গীচর এলাকায় বাসা ভাড়া তুলনামূলক কম। দুই রুমের সুন্দর পরিবেশের বাসা পাওয়া যায় দশ হাজার টাকার মধ্যে।