কচুক্ষেত, মহাখালী ডিওএইচএস এর মতো গুরুত্বপূর্ণ এলাকা নিয়ে গঠিত কাফরুল থানা। এ থানার পূর্বে ক্যান্টনমেন্ট থানা, পশ্চিমে মিরপুর থানা, উত্তরে ক্যান্টনমেন্ট থানা এবং দক্ষিণে তেজগাঁও থানা। কাফরুলে ডেন্টাল কলেজ, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, মনিপুর স্কুল অ্যান্ড কলেজসহ রয়েছে বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠান। পুরাতন ডিওএইচএস ক্লাব, শাহীন ক্লাব, রাওয়া ক্লাবসহ রয়েছে অনেকগুলো নতুন-পুরাতন অনেকগুলো ক্লাব ও সাংস্কৃতিক কেন্দ্র। কাফরুলে দুইরুমের বাসা ভাড়া ১০ থেকে ১৪ হাজার টাকা। তাছাড়া রয়েছে বেশকিছু অত্যাধুনিক ফ্ল্যাট, যেগুলোর ভাড়া সাধারণ মানুষের নাগালের বাইরে।