রাজধানী ঢাকার একটি অভিজাত এলাকা গুলশান। এটি যেমন সমৃদ্ধ আবাসিক এলাকা তেমনই ব্যবসায়িক এলাকা। কি নেই গুলশানে? রেস্তোরাঁ, শপিং সেন্টার, স্কুল, ব্যাংক, অফিস, সদস্যদের ক্লাব এবং বাংলাদেশের বেশিরভাগ দূতাবাস এবং হাই কমিশনের আবাসস্থল সবই আছে। বাংলাদেশি এবং আন্তর্জাতিক কোম্পানির অফিসও আছে গুলশানে। এমনকি পুরাতন ফর্নিচারের মার্কেটও আছে এখানে, তবে বাসা বাড়ির তুলনায় অফিসের ফর্নিচারই বেশি পাওয়া যায়। গুলশান এলাকটি ছোট ছোট বারিধারা, গুলশান-১, গুলশান-১, কালাচাঁদপুর, মহাখালী, নিকেতন, শাহজাদপুর ইত্যাদি এরিয়া নিয়ে গঠিত। গুলশান থানার উত্তরে ক্যান্টনমেন্ট ও বাড্ডা থানা, দক্ষিণে রামপুরা ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থানা, পূর্বে বাড্ডা থানা, পশ্চিমে ক্যান্টনমেন্ট থানা। গুলশানের বাড়ি ভাড়া আকাশচুম্বি। পনেরো হাজার টাকার মাঝেও দুই রুমের বাসা পাওয়া যায়, তবে এলাকাভেদে সেটা লাখও ছাড়িয়ে যায়।