ঢাকার সবচেয়ে প্রাচীন এলাকা গেন্ডারিয়া। যার পূর্ব নাম ছিল গ্রান্ড এরিয়া। গেন্ডারিয়া থানার পাশেই আছে বুড়িগঙ্গা নদী। এলপিজি পয়েন্ট, নিকেতন ইত্যাদি এলাকসমূহ নিয়ে গঠিত গেন্ডারিয়া থানা। গেন্ডারিয়া থানার উত্তরে সূত্রাপুর থানা, পূর্বে যাত্রাবাড়ী ও শ্যামপুর থানা, দক্ষিণে কেরানীগঞ্জ উপজেলা ও শ্যামপুর থানা, পশ্চিমে সূত্রাপুর থানা। গেন্ডারিয়াতে দুই রুমের বাসার ভাড়া বাবদ খরচ হবে আট হাজার থেকে দশ হাজার টাকা।