ঢাকার দারুসসালামের উত্তরে শাহ আলী থানা, দক্ষিণে আদাবর থানা, পূর্বে মিরপুর মডেল ও শেরেবাংলা নগর থানা, পশ্চিমে সাভার উপজেলা। দর্শনীয় স্থান হিসেবে রয়েছে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান। বাংলাদেশ টেকনিক্যাল ইনস্টিটিউট সহ রয়েছে উল্লেখযোগ্য বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। তাছাড়া ইবনে সিনা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ডায়াবেটিস্ হসপিটাল এর মতো গুরুত্বপূর্ণ হাসপাতালের অবস্থানও দারুসসালামে। বসবাসের জন্য উপযুক্ত একটি এলাকা দারুসসালাম। দশ হাজার থেকে ষোল হাজার টাকার মধ্যে দারুসসালামে দুই বেড রুমের বড় বাসা পাওয়া যায়। ব্যাচেলর বাসা কিংবা অফিসের জন্যও কম ভাড়ায় বাসা পাওয়া যায় দারুসসালাম এলাকায়।