চকবাজারের পূর্বে বংশাল ও কোতোয়ালী থানা, পশ্চিমে লালবাগ থানা, উত্তরে শাহবাগ থানা এবং দক্ষিণে কেরানীগঞ্জ উপজেলা ও কামরাঙ্গীরচর থানা। স্থাপত্য নির্দেশনা হিসেবে রয়েছে চকবাজার শাহী মসজিদ। চিকিৎসাক্ষেত্রে উল্লেখযোগ্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানসহ রয়েছে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ক্লাব, জিমনাসিয়াম, কমিউনিটি সেন্টার, খেলার মাঠ। চকবাজার থানার মধ্যে ১২ হাজার থেকে ১৪ হাজার টাকার মধ্যে বাসা ভাড়া পাওয়া যায়। সবমিলিয়ে বসবাসের জন্য চকবাজার থানা বেশ উপযোগী।