মানিকদি, মাটিকাটা, ইসিবি চত্ত্বর ইত্যাদি উল্লেখযোগ্য এলাকা নিয়ে গঠিত ক্যান্টনমেন্ট এলাকা। ক্যান্টনমেন্ট থানা চারপাশে ঢাকার অনেকগুলো থানার অবস্থান। পূর্বে তেজগাঁও বিমানবন্দর, খিলক্ষেত, বাড্ডা ও গুলশান, পশ্চিমে কাফরুল ও পল্লবী থানা, উত্তরে তুরাগ ও উত্তরা থানা এবং দক্ষিণে তেজগাঁও শিল্প এলাকা। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, শহীদ বীর উত্তম (লে.) আনোয়ার গার্লস কলেজ, বিএএফ শাহীন কলেজ ঢাকা ইত্যাদি প্রতিষ্ঠান রয়েছে। উন্নত যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা এবং চিকিৎসাক্ষেত্র থাকায় ক্যান্টনমেন্ট থানা বসবাসের জন্য বেশ উপযোগী। অন্যান্য এলাকার তুলনায় বাসা ভাড়াও কম।