প্রায় ১০ বর্গকিলোমিটার এলাকা নিয়ে গঠিত ঢাকার নতুন একটি থানা ভাসানটেক। থানাটির উত্তরে মাটিকাটা, আর দক্ষিণে মহাখালী নিউ ডি.ও.এইচ.এস, পূর্ব দিকে রয়েছে বনানী রেল লাইন ও পশ্চিমে মিরপুর ১৩ ও ১১। নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করার স্বার্থে তৈরি হওয়া ভাসানটেক থানা বসবাসের জন্য বেশ উপযোগী।