রাজধানী ঢাকার একটি থানা বংশাল। নাজিরা বাজার, সাত রওজার মতো উল্লেখ্যযোগ্য এলাকা রয়েছে বংশালে। শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে উল্লেখযোগ্য আহমেদ বাওয়ানী কলেজ, আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়, আজিজিয়া ইসলামিয়া স্কুল, আনন্দময়ী বালিকা বিদ্যালয়, বংশাল গার্লস হাইস্কুল। চিকিৎসা সুবিধার জন্য বংশাল থানায় রয়েছে ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল এবং অন্যান্য প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার। বংশাল পুকুর, শতবর্ষী কাস্বাবটুলি জামে মসজিদ দর্শনীয় স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য। বংশালে দুই থেকে তিন রুমের বাসা ভাড়া পাওয়া যায় ১২ থেকে ১৬ হাজার টাকার মধ্যে।