ঢাকা জেলার অভিজাত এলাকার নাম বনানী। দেশ ও দেশের বাইরের গণ্যমান্য মানুষের বসবাস এই এলাকায়। আবাসিক এলাকা হিসেবে বিবেচ্য হলেও, নামীদামী ব্যবসা প্রতিষ্ঠানের অবস্থান এলাকাটির বাণিজ্যিক গুরুত্বও বৃদ্ধি করেছে। বনানীতে রয়েছে নামকরা বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। বনানী বিদ্যানিকেতন, নর্দান ইউনিভার্সিটি এরমধ্যে উল্লেখযোগ্য। সুন্দর পরিবেশ, পরিকল্পিত নগরায়ন, বিলাসবহুল অ্যাপার্টমেন্ট এবং বাড়ি, ট্রাফিক জ্যামবিহীন হওয়ায় বনানীকে আলাদাভাবে চেনা যায়। অবসর যাপনের জন্য রয়েছে বনানী লেক, যা বনানীর সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে।