চট্টগ্রাম জেলার একটি মেট্রোপলিটন থানা আকবর শাহ্। এর পূর্বে খুলশী থানা ও বায়েজিদ বোস্তামী থানা, পশ্চিমে পাহাড়তলী থানা, দক্ষিণে পাহাড়তলী থানা ও খুলশী থানা এবং উত্তরে সীতাকুণ্ড উপজেলা। আকবর শাহ থানা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উত্তর-পশ্চিমাংশে অবস্থিত। পাহাড়তলী, কাট্টলী ইত্যাদি এলাকা নিয়ে গঠিত আকবর শাহ্। বাসা ভাড়ার ক্ষেত্রে এই এলাকায় যেমন পাঁচ থেকে সাত হাজার টাকায় দুই রুমের বাসা পাওয়া যায় তেমনই ১০ থেকে ১৪ হাজার টাকায়ও দুই রুমের বাসা পাওয়া যায়।